Share your Qurbani, 2020 ২০২০ সালের বিশ্বে করোনা যেন এক অদৃশ্য কালো ঘনীভুত মেঘের নাম। মানবসভ্যতার শীর্ষে পৌঁছেও আমরা ছোট্ট এই ভাইরাসটির সংক্রমণের জন্য প্রাণভয়ে শঙ্কিত হয়ে সবাই ঘরবন্দী জীবনযাপন করছি। পৃথিবীর সাড়ে সাত বিলিয়ন মানুষের জনজীবন হয়ে গেছে স্থবির। যান্ত্রিক ব্যস্ত জীবনের ফাঁকে বছরের বিশেষ দিনগুলোতে মানুষ উৎসবের যে আমেজ ছিল, করোনার ভয়ে তা বিভীষিকাময় হয়ে গেছে। অনেকের হয়তো এই সংকটাপন্ন দিনে খাবার যোগান দেওয়াই হয়ে গেছে জীবন বাজি রাখার অপর নাম। তাই এখন শুধু ভালো দিনের প্রত্যাশা করেই বসে থাকা নয় বরং প্রয়োজন এই দুর্দশায় নিজেকে ও আশেপাশের সবাইকে সবভাবে শক্ত রাখা। আসছে ঈদ-উল-আজহা যা সারা মুসলিম জাহানের জন্য বছরের সবচেয়ে মহিমান্বিত দিনগুলোর একটি। তাই ঈদের আনন্দ বজায় থাকুক সবার মধ্যে। সেই আশা নিয়ে কুরবানি দেওয়ায় সামর্থ্যবান সকলের সামাজিক কর্তব্য নিজের পাশাপাশি দুস্থ এতিমদের সাহায্য করার। বিস্তারিতঃ https://www.facebook.com/events/733141844187219/ তাই হেল্প দ্য ফিউচার এবং হাদারা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আয়োজন করেছি এই প্রজেক্ট। যেখানে আপনার ক্ষুদ্র অবদান করোনায় বেকার হয়ে যাওয়া অসহায় গরিব ও মধ্যবিত্ত এবং ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ভাসমানদের খাদ্যের সহায়তা প্রদান করা সম্ভব। এই অসহায় প্রত্যেকটি মানুষ জানবেন এই আনন্দের দিনে তারাও এই আনন্দের ভাগীদার, অবিস্মৃত নন৷ আর কুরবানিকে সামনে রেখে করা এই উদ্যোগের একটু বড় সুবিধাপ্রাপ্ত গ্রাহক হচ্ছে বার্মা থেকে নিপীড়িত হয়ে শরনার্থী হিসাবে প্রবেশ করা রোহিঙ্গারা। যারা এই মুহূর্তে শাপলাপুর, কুটুপালং, উখিয়া, টেকনাফ ও কক্সবাজার জেলার দুহাজারি পাদুয়া, পাটিয়ার মত বিরান গ্রামের মাইল মাইল জুড়ে তাবুর মধ্যে অত্যন্ত অমানবীয় দুর্দশাপূর্ণ জীবনযাপন করছে। যদি আপনার আনন্দকে উক্ত অসহায়দের মাঝেও বণ্টন করে দিতে চান তাহলে টাকা পাঠাতে পারেন বিকাশ, নগদ, রকেট এমনকি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমেও। বিকাশ: ০১৭ ০৩৫৯ ৭৬২৫ | ০১৭ ৪৫৬০ ৫০৪১(ব্যক্তিগত) নগদ: ০১৭ ০৩৫৯ ৭৬২৫ || ০১৭ ৪৫৬০ ৫০৪১ (ব্যক্তিগত) রকেট: ০১৭ ৪৫৬০ ৫০৪১৪ (ব্যক্তিগত) ব্যাংক মাধ্যম: একাউন্টের নাম: আল হারাদাহ ইসলামিক স্কুল একাউন্ট নম্বর: ১১০১১ ২০০২ ৮০৮৫। আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। ব্রাঞ্চ: পদুয়া, লোহাগড়া, চট্টগ্রাম। বিঃদ্রঃ অবশ্যই টাকা পাঠাবার পর নিশ্চিত হতে মেসেজ করুন। ধন্যবাদ।